অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, মৃত্যুর আগপর্যন্ত আমি ও আামার বোন বাবার শয্যার পাশে ছিলাম। আজই বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করব। সৈয়দ মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হন। তারপর চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৭২ সালে ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। Related posts:বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে আগুন৩৩ মাসে প্রশাসনে দেড় লাখ পদ তৈরিসুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ প্রয়োজন: তথ্যমন্ত্রী Post Views: ৩৩ SHARES জাতীয় বিষয়: