শেরপুরে অবৈধ সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে বিএসটিআই ময়মনসিংহ অফিসের তথ্যানুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে শহরের গৌরিপুর এলাকায় মেসার্স সূর্য্য কুমার দত্ত সেমাই কারখানার বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং কারখানার অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ উপাদান ও উপকরণ ব্যবহারের অভিযোগে ওই জরিমানা করা হয়।

বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ওই দন্ড প্রদান করা হয়। সেইসাথে কারখানা মালিক অরুণ কুমার দত্তকে ৭ দিনের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণসহ কারখানার পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তা না হলে কাখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ। ওইসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব। ওইসময় প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের ফিল্ড অফিসার সিকদার মাহমুদ।
অভিযানকালে জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।