শেরপুরে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে লাগানো সাইনবোর্ড, বিলবোর্ডসহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, শেরপুর জেলার বিভিন্ন স্থানে গাছপালায় যেসব পেরেক রয়েছে, সেসব পেরেক অপসারণ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে পেরেক অপসারণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, জেলা ওয়াইল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলআমিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহরিয়ার সায়েম প্রমুখ। ওইসময় জেলা রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ে জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণশেরপুরের নকলায় ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানাঝিনাইগাতীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ Post Views: ৭৮ SHARES শেরপুর বিষয়: