নকলায় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ শেরপুরের নকলায় এনআইডি ডাটাবেজ নির্বাচন কমিশনের অধীনে থাকা নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নকলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাগণ। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে, সেবাগ্রহীতা শহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ জানান, ২০০৭ সাল হতে অদ্যাবধি নির্বাচন কমিশনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই এনআইডি ডাটাবেজ। আমরা চাইনা আমাদের সন্তান সমতুল্য এই ডাটাবেজ অন্য কোন প্রতিষ্ঠানের আন্ডারে চলে যাক। Related posts:শেরপুরে রাজা, বাদশা ও জমিদার দেখতে জনতার ভিড়শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাইমশ্রীবরদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত Post Views: ৬২ SHARES শেরপুর বিষয়: