শ্রীবরদীতে ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, মাসিক সমন্বয় ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এসব সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। সভায় আইন শৃঙ্খলা, যানজট, চোরাচালানসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ জাহিদ আনোয়ার, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।
ওইসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।