শেরপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোরশেদ (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ খোরশেদ সূর্যদী গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবু ছোফিয়ান তরফদার, কং আশরাফুল, অনিক মল্লিকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কে কানাশাখোলা সড়কে বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। এসময় একটি দন্ডায়মান সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং পিছনের সীটে বসা যাত্রী খোরশেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে লুঙ্গীর কোচায় ২টি প্যাকেটে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থকে শেরপুর সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্যালো মেশিন ধ্বংসদেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো!শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত Post Views: ৮৯ SHARES শেরপুর বিষয়: