নালিতাবাড়ীতে ১০৭ পিস ইয়াবাসহ ৪ জন আটক ॥ নারীসহ ২ জনের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১০৭ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ আগস্ট শনিবার বিকেলে বিজিবির টহল দল বারমারী বাজারে নূর ইসলামের বাড়িতে ওই অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে ১ বছর ১০ মাস করে কারাদণ্ড ও পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা হচ্ছে বারমারী বাজারের নূর ইসলামের কন্যা মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩৯), শেরপুর শহরের খরমপুর মহল্লার আব্দুস সালামের পুত্র আল আমিন (৩৫), ময়মনসিংহের ঘোন্টি গ্রামের সিরতা এলাকার ইউনুছ আলীর ছেলে রাকিবুল ইসলাম আল আমিন (২৭) ও তিনআনী হাতিবান্দা এলাকার বাতিয়াগাঁও গ্রামের হারেজ আলীর কন্যা আবেদা খাতুন (১৯)। বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানী সদরের হাবিলদার মকবুল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের নূর ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বসতঘরে তল্লাসী চালিয়ে ভ্যানেটি ব্যাগে লুকিয়ে রাখা ১০৭ পিস ইয়াবা, ১শ গ্রাম গাঁজা, সোয়া লিটার বাংলা মদ, ১টি ডিসকভার মোটরসাইকেল, ১৬ হাজার টাকা ও একটি ধারালো চাকুসহ ২ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আটককৃতদের মধ্যে মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণীকে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং আল আমিনকে ১ বছর ১০ মাসের বিনাশ্র কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আটক অপর ২ জনকে খালাস দেওয়া করা হয়। Related posts:ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণশেরপুরে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিতশেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ Post Views: ৩১৩ SHARES শেরপুর বিষয়: