জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ দিকে আজ রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের শান্তি ও সংলাপ প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের পথে এগোচ্ছে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও সংহতি প্রতিষ্ঠায় সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।’ এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরই মধ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার কক্সবাজারে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা নাগরিকের সঙ্গে ইফতারে অংশ নেন। চার দিনের সফর শেষে আগামীকাল রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। Related posts:ধর্মঘটে উবার চালকরাখেলোয়াড় হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তা সাকিব পাবেন: ক্রীড়া উপদেষ্টাস্বাভাবিক নিয়মেই সারওয়ারকে বদলি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ৪৫ SHARES জাতীয় বিষয়: