মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

আইনশৃঙ্খলা নিয়ে মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে মাঠ প্রশাসনের ১২৮ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সূচনা বক্তব্য দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।