ঈদে যেভাবে মিলতে পারে ১১ দিনের ছুটি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির স্বাদ পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে এরই মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ পাঁচ দিনের আগে-পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। তাই নিজের প্রাপ্য থেকে একদিন ছুটি বেশি নিলেই ঈদে টানা আট দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ হিসাবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এ ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এই ছুটি শুরুর আগে আবার আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে। অন্যদিকে, ছুটি শেষে অফিস খুলবে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। এক দিন ঈদের আগে ও আরেক দিন ঈদের পরে। Related posts:১০ হাজার ভেষজ বৃক্ষ রোপনের উদ্বোধন করলো শেরপুর জেলা পুলিশনোয়াখালী প্রসঙ্গে শেখ হাসিনা, আমি কাউকেই ছাড় দেব নাআমাদের কাজই হচ্ছে জনগণকে সেবা দেয়া : প্রধানমন্ত্রী Post Views: ৪৩ SHARES জাতীয় বিষয়: