জামালপুরে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ জামালপুরের মেলান্দহে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি করে ভয়ভীতি প্রদর্শন করায় সাজ্জাদ হোসেন সাকিব (৩১) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকার মুসা শেখের ছেলে রেজাউল করিম বাদী হয়ে মেলান্দহ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এর আগে, সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন সাকিবকে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে আটক করে পুলিশ। প্রতারক সাজ্জাদ হোসেন সাকিব পার্শ্ববর্তী উপজেলা ইসলামপুর এলাকার মৌজাজাল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ওই মামলায় মনির হোসেন জুইস নামে আরও একজনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার হরিপুর এলাকা থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছেন রেজাউলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী। কয়েকদিন আগে প্রতারক মনির হোসেন জুইস মাটি উত্তোলন করতে ডিসি অফিসে টাকা দিতে হবে বলে ব্যবসায়ীদেরকে জানায়। প্রতি সপ্তাহে ডিসি অফিস ও এসপি অফিসে ৩৩ হাজার টাকা দিতে চুক্তি করে মাটি ব্যবসায়ীরা। সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন সাকিব ও মানির হোসেন জুইস চুক্তির টাকা নিতে গেলে মাটি ব্যবসায়ীদের সন্দেহ হয়। এক পর্যায়ে ওই এলাকার লোকজন দুই প্রতারককে ঘেরাও করে রাখেন। সেখান থেকে মনির হোসেন জুইস কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আটক সাজ্জাদ হোসেন সাকিব ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলেও পরিচয় দেয়। এ বিষয়ে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, সাজ্জাদ হোসেন সাকিব নামে জেলার মধ্যে তাদের কোনো সদস্য বা কর্মী নেই। তিনি প্রতারণা করে ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে। প্রতারক সাজ্জাদ হোসেন সাকিবের সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। মামলার বাদী রেজাউল করিম জানান, এর আগেও ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে আমার নিকট থেকে সাড়ে ৪ হাজার টাকা নিয়েছে তারা। আজ তারা টাকার জন্য গেলে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজন তাদের দুইজনকে আটক করে পুলিশের কাছে দেয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদ হোসেন সাবিক নামে একজনের নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। Related posts:সরিষাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধাররোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, আহত ২৯জামালপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ Post Views: ৭৮ SHARES সারা বাংলা বিষয়: