শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন মো. আমিনুল ইসলাম। কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে আসন্ন ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যার যার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে শহরের যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। Related posts:হেফাজত ইসলামের শ্রীবরদী উপজেলা শাখার কমিটি গঠননকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ'লীগের লিটন ও বাক্কার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিতশেরপুরে বিএমএ’র উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সম্প্রীতি সমাবেশ Post Views: ৩৫ SHARES শেরপুর বিষয়: