ঝিনাইগাতীতে জনগণকে ‘ঘরে’ রাখায় চেষ্টায় তৎপর ইউএনও রুবেল মাহমুদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জনগণকে ‘ঘরে’ রাখার চেষ্টায় লকডাউন নিশ্চিতকরণে সামাজিক দূরত্ব বজায় রাখতে আরো বেশি তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান করোনা পরিস্থিতি শুরু থেকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং, লিফলেট বিতরণসহ, জনপ্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছেন। ঝিনাইগাতী বাসী উপজেলা নির্বাহী অফিসারকে করোনা প্রতিরোধ যোদ্ধা হিসেবে চিনে থাকেন। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে তিনি সরকারী খাদ্য সহায়তার পাশাপাশি মানুষকে আরো বেশি খাদ্য সহায়তা প্রদান করার জন্য জেলায় সর্ব প্রথম ঝিনাইগাতী উপজেলায় করোনা তহবিল নামে একটি ব্যাংক হিসাব খুলে বিত্তবানদেরকে দানের আহবান জানালে বিত্তবানরা সাধ্য মোতাবেক দান শুরু করেন। ওই দানের টাকা দারায় ঝিনাইগাতী বাসীর প্রাণপ্রিয় ইউএনও রুবেল মাহমুদ একদল স্বেচ্ছাসেবক বাহিনী সঙ্গে নিয়ে ঘরে থাকা মানুষদের খাদ্যের চাহিদা মিটিয়ে চলছেন। এ উপজেলায় খাদ্যের কোন অভাব নেই। ইউএনও রুবেল মাহমুদ করোনা তহবিল ব্যাংক হিসাব খোলার কারণে এরই মধ্যে ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিমুদ্দিন ভিক্ষার জমানো ১০ হাজার টাকা করোনা পরিস্থিতির কারণে (ঘরে থাকা মানুষকে সাহায্য করতে) ইউএনও’র করোনা তহবিলে জমা দেন। ভিক্ষুক নাজিমুদ্দিনের ১০ হাজার টাকা করোনা তহবিলে জমার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসে ঝিনাইগাতী উপজেলা। ঝিনাইগাতী বাসী আজ মনে করেন তারা গর্বিত। ঝিনাইগাতী বাসী বলেন আমাদের ইউএনও যদি করোনা তহবিল নামে হিসাব না খুলতেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসতোনা ঝিনাইগাতী উপজেলার নাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী একনামে ঝিনাইগাতী উপজেলাকে চিনেন। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ উপজেলা। বর্তমানে প্রধানমন্ত্রী একনামে চিনেন ও জানেন। এ বিষয়ে ইউএনও রুবেল মাহমুদ প্রথম প্রশংসার দাবীদার বলে এলাকাবাসীর মন্তব্য। বর্তমানে তিনি ঝিনাইগাতী উপজেলায় সরকারী নির্দেশ মেনে মানুষকে ঘরে রাখতে ও দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদানে উপজেলা শহরে ঝটিকা অভিযান চালিয়ে যাচ্ছেন। ইউএনও রুবেল মাহমুদ জানান, অভিযানে সার্বিক সহযোগিতায় রয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান ও থানা পুলিশ। এছাড়াও তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধসহ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনভাবেই জনস্বাস্থ্য বিঘ্নিত হবে এমন কোন কার্যকলাপ সংগঠিত হতে দিবোনা। যেহেতু এই শেরপুর জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে সংগত কারণেই জনস্বার্থে আমরা এখন থেকে আরো বেশি তৎপর থাকবো। Related posts:ঝিনাইগাতীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতশেরপুরে পৌর নির্বাচন ॥ আ’লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে ৮ জনের মনোনয়ন দাখিলশ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার পলাতক আসামী গাজীপুর থেকে গ্রেফতার Post Views: ২৫৬ SHARES ঝিনাইগাতী বিষয়: