শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ২২৮

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

শেরপুরে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০ এপ্রিল বৃহস্পতিবার জেলার মোট ৪৩টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথমদিনে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এদিন কোন বহিস্কারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে প্রথম দিনের পরীক্ষায় ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিকে পরীক্ষা শুরুর পর প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩১টি কেন্দ্রে ১৪ হাজার ১০১ জন, দাখিলে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৬ জন ও ভোকেশনালে ৭ কেন্দ্রে ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থী রয়েছে।
শেরপুরের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. মাহমুদুল হাসান জানান, আজকের এসএসসি পরীক্ষায় ৮৬ জন, দাখিলে ১১৪ জন ও ভোকেশনালে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান, এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যজিস্ট্রেটগণ পরিদর্শন করেছেন। কোথাও কোন বহিস্কার বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।