শেরপুরে করোনা পরিস্থিতিতে হিজড়া জনগোষ্ঠিদের বাসা ভাড়া পরিশোধ করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা শহরের পৌরসভার বাগরাকসা মহল্লায় ভাড়া বাসায় বসবাসকারী হিজড়া জনগোষ্ঠি (তৃতীয় লিঙ্গ) দের ৩ মাসের বাসা ভাড়ার ২২ হাজার ৫০০ টাকা ৫ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের পক্ষ থেকে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান বাসার মালিক মোঃ আবুল কালাম আজাদের হাতে ওই টাকা তুলে দেন। বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে সকল শ্রেণি-পেশার মানুষের জীবন যাপন অনেকটাই দুর্বিসহ হয়ে পড়েছে। এ অবস্থায় শেরপুর জেলা শহরে বসবাসকারী হিজড়া জনগোষ্ঠি (তৃতীয় লিঙ্গ) দের জীবনযাত্রা অনেকটাই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। হিজড়া জনগোষ্ঠি বাগরাকসা মহল্লার মোঃ আবুল কালাম আজাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে প্রতিমাসে ৭ হাজার ৫শত টাকায় বসবাস করে আসছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে তারা খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় এবং বাসা ভাড়ার ৪ মাসের টাকা পরিশোধ করতে পারছিল না। এদিকে বাসার মালিক মোঃ আবুল কালাম আজাদ এ অবস্থায় ১ মাসের বাসা ভাড়ার টাকা মওকুফ করে দেন। এ বিষয়টি জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানতে পেরে তিনি বাসা ভাড়ার টাকা পরিশোধের উদ্যোগ নেন। ওইসময় অন্যান্যদের মধ্যে জনউদ্যোগের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর হিজড়া জনগোষ্ঠি কল্যাণ সংস্থার সভাপতি নিশি উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধারঝিনাইগাতিতে চাঞ্চল্যকর প্রতিবন্ধী রুবেল হত্যা মামলার আসামি পিবিআই এর হাতে গ্রেপ্তারইফতারে ঠান্ডা পানি না খেয়ে গরম পানি খাওয়ার পরামর্শ দিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী Post Views: ২৬৩ SHARES শেরপুর বিষয়: