শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমনার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবীরের সভাপতিত্বে তার কনফারেন্স রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা ও সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি দিবসের আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ, যুগ্ম জেলা জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা নয়ন চন্দ্র মোদক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, স্পেশাল পিপি এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী প্রমুখ। সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ওইসময় জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণসহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য কমকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নকলার ৯ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিততৃণমূলে খেলোয়াড় বাছাই শুরু করছে শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থানকলায় নব্য গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিল প্রশাসন Post Views: ৩৫ SHARES শেরপুর বিষয়: