নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ও পায়ার হাওর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৩), কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫) ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে রাখাল সরকার (৭০)। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন স্থানীয় সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা একই গ্রামের রানু মিয়া (রানু পাগলা) নামের একজন আহত হয়। এ ছাড়া কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামীম মোড়ল জানান, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে পায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়াও বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে রাখাল সরকার নামে আরেক কৃষক মারা যান। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। Related posts:বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআগুন-সন্ত্রাসের দল বিএনপিও আজ গণতন্ত্রের কথা বলে : শামীম ওসমানজামালপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ Post Views: ৪৭ SHARES সারা বাংলা বিষয়: