জুলাই আন্দোলনের আসামি গ্রেপ্তারে অনুমতি লাগবে না: হাইকোর্ট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। ২৩ এপ্রিল বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসব মামলায় গ্রেপ্তারে পূর্ব অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জারি করা আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। পাশাপাশি আদালত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করে বাতিল করা হবে না জানতে রুল জারি করেছেন।রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এসব তথ্য নিশ্চিত করেন। গত ৯ এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেপ্তার করতে হবে। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। Related posts:নোয়াখালীর পেশকারসহ ৩ জনের জামিন চেম্বারে স্থগিত১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তশেরপুরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের সশ্রম কারাদণ্ড Post Views: ৩৫ SHARES আইন-আদালত বিষয়: