আফতাবনগরে বসছে না পশুর হাট: হাইকোর্ট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে চলতি বছরও সেখানে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী। রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, গত ২১ এপ্রিলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যখন হাইকোর্টে এ বিষয়ে রুল বিচারাধীন। Related posts:অস্ত্র আইনে স্বাস্থ্যের সেই মালেকের ১৫ বছরের কারাদণ্ডটিপু-প্রীতি হত্যা : আওয়ামী লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরুশফিকুলের ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন Post Views: ৪১ SHARES আইন-আদালত বিষয়: