ঝিনাইগাতীতে ব্রি ধান ১০৮ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ হারুন অর রশিদ দুদু : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বোরো ২০২৫ মৌসুমে স্থাপিত এসপিডিপি প্লটে চাষকৃত ব্রি ধান১০৮ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৫ বুধবার দুপুরে পার্টনার প্রকল্প, ব্রি অঙ্গ-এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানে শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর অনুকূল গবেষণা বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, কৃষক সুলতান মিয়া। এ অনুষ্ঠানে জানানো হয়, ব্রি ধান১০৮ একটি উচ্চফলনশীল ও সহনশীল জাত যা দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষজ্ঞরা বলেন, উন্নত জাত ব্যবহারের পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে ধান উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। মাঠ দিবসে কৃষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নতুন জাত ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ ধরনের উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। Related posts:ঝিনাইগাতীতে একযুগ ধরে শিকলবন্দি মেহনাজের জীবন, অর্থাভাবে চিকিৎসা বন্ধশেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহতশ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ৯১ SHARES শেরপুর বিষয়: