শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন অটোচালক আ. লতিফের পরিবারের পাশে সাংবাদিক বুলবুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অটোরিকশা চালক আ. লতিফের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক বুলবুল আহম্মেদ। বুধবার ২৩ এপ্রিল বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের শেরপুর সংবাদের ফেসবুক লাইভ দেখে কুমরি কাটাজান এলাকায় নিহত অটোরিকসা চালক আ. লতিফ মিয়ার বাড়িতে ছুটে যান। এসময় তিনি তার পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তার রেখে যাওয়া ৪ সন্তানের পাশে থাকা এবং সকল ধরনের সহযোগিতা করার আশ্বস্ত করেন। পাশাপাশি ন্যায় বিচার পেতে আ. লতিফের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। উল্লেখ্য- ২১ এপ্রিল সোমবার সকালে মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানখেত থেকে অটোরিকশা চালক আব্দুল লতিফের মরদেহটি উদ্ধার করে পুলিশ। Related posts:শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করলেন পুনাক সভানেত্রী সানজিদা হক মৌনালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দউপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুরের আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার Post Views: ১১৯ SHARES শেরপুর বিষয়: