ঝিনাইগাতীর কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীর মানুষের সেবায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া প্রাথমিক বিদ্যালয়ে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা-এর বাস্তবায়নে ও পিএমইউ-এর অর্থায়নে হেল্থ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পে অংশগ্রহণ করেন স্থানীয় কোচ, হাজং, গারো ও বর্মণ সম্প্রদায়ের অসংখ্য মানুষ। ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, পরামর্শ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, এসআইএল সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে চলেছে তার ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে আজকে ফ্রি হেল্থ ক্যাম্প বাস্তবায়ন করছে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুরের এরিয়া ম্যানেজার সুজল সাংমা বলেন, সমাজের প্রান্তিক কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন ও মূলধারার স্বাস্থ্যসেবার আওতায় আনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। হেল্থ ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও মেডিকেল অফিসার ডা. কায়সার মামুন। এসময় এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হেল্থ ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ঔষধ কোম্পানি বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। Related posts:ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণজাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন শেরপুরের হাজার হাজার মানুষঝিনাইগাতীর মরিয়মনগরে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত Post Views: ৬১ SHARES শেরপুর বিষয়: