১৮ আরোহী নিয়ে কঙ্গোতে বিমান বিধ্বস্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে ১৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূবাঞ্চলীয় গোমা শহরে স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নর নাজু কাচিভিটা বিমান বিধ্বস্তে হতাহতের কথা নিশ্চিত করলেও ঠিক কতজন এতে নিহত হয়েছেন তা জানাতে পারেননি। গভর্নরের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গোমা থেকে উড্ডয়নকালে বিমানটি বিধ্বস্ত হয়। একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিমানটিতে ১৬ যাত্রী ও দুই ক্রু ছিলেন। হতাতহদের মধ্যে যে এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে সে এলাকার বাসিন্দারাও রয়েছেন। Related posts:ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণাইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরুলোম্বার্দিয়া হয়ে উঠেছে ইতালির ‘উহান’ Post Views: ১৭৩ SHARES আন্তর্জাতিক বিষয়: