তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরকে দেওয়া আইনি নোটিশ প্রত্যাহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করেছেন নোটিশদাতারা। রোববার (২৭ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশোধিত নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট বিবাদীদের বরাবর পাঠানো হয়েছে। এর আগে, গত ২৪ এপ্রিল একটি মানবাধিকার সংগঠন ও সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর পক্ষে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। এ নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে সেই নোটিশ প্রত্যাহার করে একটি সংশোধনী নোটিশ রোববার ডাকযোগে বিবাদীদের বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সংশোধিত নোটিশে বলা হয়, নোটিশের বিষয়টি বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ডাক্তার তাসনিম জারা অনাকাঙ্ক্ষিতভাবে হাইলাইট করে চটকদার রিপোর্ট প্রকাশিত হয়। অনেক খবরে বলা হয়েছে ডাক্তার তাসনিম যারাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ডাক্তার তাসনিম জারাকে কোন আইনি নোটিশ পাঠানো হয়নি। ডাক্তার তাসনিম জারার নামটি ঘটনাচক্রে রেফারেন্স হিসেবে ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। বিষয়টিকে অনেকেই অতিরঞ্জিত করে অনলাইনে বাণিজ্য করার চেষ্টা করছে। যা অনাকাঙ্ক্ষিত। নোটিশ প্রত্যাহারের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার পল্লব বলেন, সম্প্রতি তাসনিম জারা আমার মক্কেলগণ কর্তৃক পূর্বে প্রেরিত লিগ্যাল নোটিশ এর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করেছেন। আমার মক্কেলগণ প্রকাশিত বক্তব্যটি গুরত্বের সঙ্গে অনুধাবন করেছেন। ডাক্তার তাসনিম জারা তরুণ এবং প্রতিশ্রুতিশীল একজন মেধাবী ডাক্তার। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তার ছবি এবং ভিডিও ব্যবহার করে অসংখ্য ফেক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুলে অনেকেই প্রতারণা করছে যেগুলো তার নিজের ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল নয়। তিনি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেন। ডা. তাসনিম জারার বক্তব্যে নোটিশ প্রেরকগণ সন্তুষ্ট হওয়ায় নোটিশে রেফারেন্স হিসেবে উল্লেখিত ডাক্তার তাসনিম জারার নামটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম নোটিশে উল্লেখ থাকায় নোটিশ প্রেরকগণ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। Related posts:করোনা পরিস্থিতির কারণে পেছাচ্ছে ডিসি সম্মেলন৩ নভেম্বরের মধ্যে শুরু হবে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কার্যক্রম: আসিফ নজরুলসাবিনা-তাসকিনসহ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা Post Views: ৩৩ SHARES জাতীয় বিষয়: