ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকা থেকে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। ২৯ এপ্রিল মঙ্গলবার ভোররাতে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে ওইসব মদ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার সোলার ফেন্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির কাছে মদ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ভারতীয় ৭টি ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের ব্র্যান্ডের মধ্যে রয়েছে রয়েল স্টেগ, রয়েল গ্রীন, ওল্ড মংক, সিগনেচার, ব্লেন্ডার প্রাইড, আইকনিক হোয়াইট, ম্যাজিক মোমেন্ট ইত্যাদি। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ গ্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন-অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভাশেরপুরে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’র পুরস্কার ও সনদ বিতরণঝিনাইগাতীতে শেখ কামালের ৭৩তম জন্মদিন উদযাপন Post Views: ৪৪ SHARES শেরপুর বিষয়: