আনুষ্ঠানিকভাবে শেরপুরের ‘ছানার পায়েস’র জিআই সনদ গ্রহণ করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ আনুষ্ঠানিকভাবে শেরপুরের ঐতিহ্যবাহী খাবার ‘ছানার পায়েস’র ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩০ এপ্রিল বুধবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দেশের ২৪টি পণ্যকে জিআই সনদ প্রদান অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন তিনি। সনদ তুলে দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর শেরপুরের দ্বিতীয় পণ্য ও দেশের ৪৪তম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পায় শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, গত বছর স্বীকৃতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আজ সনদ প্রদান করা হলো। শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছানার পায়েসের বেশ সুনাম রয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ছানার পায়েসের কদর আরও বেড়েছে। Related posts:ঝিনাইগাতীতে গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপনঝিনাইগাতীতে ৭৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘরসহ দুই শতক জমিনালিতাবাড়ীতে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান Post Views: ৬০ SHARES শেরপুর বিষয়: