নালিতাবাড়ীতে বোরো ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার বিকেলে স্থানীয় খাদ্যগুদামে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীসহ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, এ বছর বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা। Related posts:শ্রীবরদীর সেই শ্রমিক দল নেতার ভাইও মারা গেলেন ১৫ দিন পরনকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুশেরপুর-৩ আসনে শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল Post Views: ৪৫ SHARES শেরপুর বিষয়: