শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১, ২০২৫

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যালয় থেকে স্ব-স্ব ব্যানার নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির সদস্য সচিব শাহনুর রহমান সাইমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী-শ্রমিকরা।
র‌্যালি শেষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রমিক সংগঠন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।