শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা বানু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত তারা বানু ওই গ্রামের কাজীমদ্দীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির নলকূপে পানি নিতে যান তারা বানু। তবে নলকূপের সাথে বৈদ্যুতিক মর্টার থাকায় সেটি আগে থেকেই কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। তারাবানু পানি নেওয়ার জন্য নলকূপে চাপ দিলে সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। পরে তার স্বামী তাকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের ভাই দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।