অপেক্ষা শুধু বিয়ের, রণবীর-আলিয়া পরিবার আরও কাছাকাছি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ বিনোদন ডেস্ক : বলিউড আপাতত অপেক্ষা করছে এই গ্র্যান্ড বিয়ের জন্য। কিন্তু কবে যে তা আসবে তার দিনক্ষণ গুণে কেউই বলতে পারছে না। এদিকে কিছুদিন আগেই বাজারে ঘোরাঘুরি করছিল তাদের বিয়ের কার্ড। যদিও পরে তা প্রমাণিত হয় নকল বলে। তবে তারা কিন্তু বেশ মজাতেই আছেন। নিজেদের কাজও করছেন, ঘুরেও বেড়াচ্ছেন। তারা হলেন আলিয়া ভাট-রণবীর কাপুর। প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকেই উঠেছে বহু গুঞ্জন। কখনও ব্রেক আপ হয়ে গেছে, তো কখনও এনগেজমেন্ট। এবছরের শুরু থেকেই জোর চর্চা চলছে তাদের বিয়ে নিয়ে। রণবীর-আলিয়ার ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ। এর জন্য তারা বেশ কিছু জায়গা ঘুরেও এসেছেন। এছাড়াও যাবতীয় কাপুরদের পার্টিতে উজ্জ্বল উপস্থিতি আলিয়ার। এমনকী নীতু কাপুরের পাশে প্রায়শই দেখা মেলে এই নায়িকার। ঠিক যেন বাড়ির হবু বউ। সম্প্রতি প্রকাশিত ছবিতে পাশে দেখা গেছে আলিয়ার মা সোনি রাজদানকেও। এমনই ভাবে ধরা দেন তিনি। এমনকী নীতু আর রণবীরের সঙ্গে ছুটিও কাটাতে যান তিনি। তাহলে কি সত্যিই হবু বৌমা এবার পাকাপাকি বসতে চলেছেন কাপুর বাড়ির সিংহাসনে? ইদানিং নীতুর সঙ্গে আলিয়ার সম্পর্কটা একটু বেশিই ঘনিষ্ঠ হয়েছে। সূত্র : এই সময়। Related posts:আবারও বিয়ে করলেন নিলয়জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-অপুর ঘোরাঘুরি, যা বললেন বুবলীপরিচয় পাওয়া গেলো কণ্ঠশিল্পী ন্যান্সির হবু স্বামীর Post Views: ১৬৪ SHARES বিনোদন বিষয়: