পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনাঘাঁটিতে গোলাগুলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ২, ২০২৫ পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা থামছেই না। বৃহস্পতিবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। এ নিয়ে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটল। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর- জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে পাল্টা জবাব দিয়েছে। উল্লেখ্য, গত এপ্রিল ২২ কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হয়। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে। এনডিটিভির দাবি, ভারত গত ২৪ এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর থেকেই সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটছে। আর গত মঙ্গলবার এই গোলাগুলির ক্ষেত্র আরও বিস্তৃত হয়ে আন্তর্জাতিক সীমান্তের পারগওয়াল সেক্টর পর্যন্ত পৌঁছে, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। সূত্র: এনডিটিভি Related posts:পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭আফগানিস্তানকে সতর্ক করলেন এরদোয়ানক্যাপিটল ভবন কাণ্ডে ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন Post Views: ৫৪ SHARES আন্তর্জাতিক বিষয়: