জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র: পিটিআই। Related posts:আরও ভয়ঙ্কর উত্তর কোরিয়া, স্যাটেলাইটে ধরা পড়ল 'রহস্যময়' সাবমেরিনওসামা বিন লাদেনের ছেলের মৃত্যু হয়েছে: ট্রাম্পবিয়ে করেছেন মালালা Post Views: ৩৮ SHARES আন্তর্জাতিক বিষয়: