সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার কামাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি। বৃহস্পতিবার (১৫ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কামাল সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটি সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কামালের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত থাকবে। Related posts:ডিজিটাল নিরাপত্তা আইনে ডিএনসিসি মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলাসশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরপ্রতিটি জেলায় রেলপথ হবে : রেলমন্ত্রী Post Views: ৩১ SHARES জাতীয় বিষয়: