ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর অপর একজন মারা যায়। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। Related posts:জামালপুরে করোনায় নতুন করে আরও ১৩ জন আক্রান্তজামালপুরে চর থেকে যুবকের মরদেহ উদ্ধারঅস্ত্রোপচারের সময় দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে চিকিৎসককে: স্বাস্থ্যমন্ত্রী Post Views: ১৭৬ SHARES সারা বাংলা বিষয়: