সেই ফ্লাইটটির ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ চাকা খুলে যাওয়া সেই ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুদের সম্মাননা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার (১৯ মে) কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার কক্সবাজার থেকে ছেড়ে আসা বিজি ৪৩৬ ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে যাওয়ার পরও ঢাকায় নিরাপদে অবতরণের স্বীকৃতিতে ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা এই ‘সাহসী প্রচেষ্টার জন্য’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। এরপর উপদেষ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সুচারুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানভাস্কর্যের বিষয়টি প্রধানমন্ত্রী হ্যান্ডেল করছেন : ওবায়দুল কাদেরনতুন দেশে বৈদেশিক কর্মসংস্থান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ Post Views: ৫৩ SHARES জাতীয় বিষয়: