জামালপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ চাকরিতে ১৪ তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১ তম গ্রেডে উন্নতিকরণসহ ৬ দফা দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। ৮ জুলাই মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত ওই কর্মসূচী পালিত করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ৭ উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারীরা। অবস্থান কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাহেরুল আলম মনি, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান হাবিব জুয়েল বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইতিপূর্বেও আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা কর্মসূচীতে ছিলাম। আশ্বস্ত করার পর ঘরে ফিরে গেছি। কাজে যোগদান করেছি। কিন্তু ফলাফল জিরো। আমরা বৈষম্যের শিকার। অবহেলিত হয়ে রয়েছি। আমাদের কোন দাবি বাস্তবায়ন হয়নি। আমরা টেকনিক্যাল কাজ করি। কিন্তু আমাদের টেকনিক্যাল কোন মর্যাদা দেয়া হয় না। আমরাই একমাত্র স্বাস্থ্য সহকারি জাতি-যে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে ইপিআই কার্যক্রম করি। ১১ তম গ্রেড দিতে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা৷ Related posts:মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তারসরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুবকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Post Views: ৫ SHARES জামালপুর বিষয়: