বেতন ও বোনাসের দাবিতে যমুনা অভিমুখে পোশাকশ্রমিকদের মিছিল, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৫ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকেরা। গাজীপুরের টিএনজেড গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছেন। তবে কাকরাইল মসজিদের সামনের মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে সেখানেই তারা অবস্থান নেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকেরা মিছিল বের করেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। এ সময় তারা ‘যাব না রে, যাব না, বেতন ছাড়া যাব না’, ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ নানা স্লোগান দেন। টিএনজেড গ্রুপের বেতন বোনাসের দাবি আদায়ের শ্রমিক আন্দোলনের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ৯ দিন ধরে শ্রম ভবনের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে আসছি। উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে আমাদের কথা হয়েছে। তাঁরা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন কিন্তু বেতন বুঝিয়ে দিতে পারেননি। ফলে আজকে আমরা বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছি। বেতন নেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না।’ শ্রমিকেরা জানান, টিএনজেড গ্রুপের কাছে তাদের পাওনা ৫৪ কোটি টাকা। ঈদুল ফিতরের আগে শ্রমিকদের আন্দোলনের মুখে ৩ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক ৯ হাজার ১০০ টাকা পান। বাকি টাকা গত মাসের ৮ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা টাকা পাননি। Related posts:‘গণঅভ্যুত্থান দিবস’ ৫ আগস্ট, ‘জুলাই শহীদ দিবস’ ১৬ জুলাই১৫২ উপজেলায় ভোট ৮ মে, ২২টিতে ইভিএমে ভোটগ্রহণ‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল Post Views: ৫৯ SHARES জাতীয় বিষয়: