গাঁজায় ইসরায়েলের ৭ সেনা নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫ যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৫ জুন) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সত্যতা স্বীকার করে ছয়জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক। এ সেনাদল ফিলিস্তিনের গাজার খান ইউনিসে বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন হলেন, লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০৫তম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি ‘পুমা’ সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এতে যানটিতে আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নিনির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয়। এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে খান ইউনিসে আইডিএফ সৈন্য এবং হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। ৫১তম ব্যাটালিয়নের কমব্যাট সেনাদলের ওপর ট্যাঙ্কবিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে হামাস। এতে দুজন সৈনিক আহত হয়েছেন। তাদের একজন গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পান। আইডিএফ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোরও ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী। Related posts:আগামী বছর বাংলাদেশ সফর করবেন এরদোয়ানসোনিয়া গান্ধীই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতিবিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৪ লাখ ২৯ হাজার Post Views: ২৭ SHARES আন্তর্জাতিক বিষয়: