যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫ ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ জুন) রাত ২টায় জুলাইয়ের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই৷’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে সোমবার রাতে সারা দেশে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। এমন সময়ে যশোর জেলার আহ্বায়ক রাশেদের পদত্যাগে বিস্মিত নেতাকর্মীরা। তার এ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। অনেকেই পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনাও করছেন। পদত্যাগের কারণ জানতে রাশেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ। Related posts:কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেলেন সাবেক মেয়রসিলেটে ভূমি ধস : ৬ ঘণ্টা পর মিললো একই পরিবারের তিনজনের মরদেহজামালপুরে র্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানা Post Views: ৩১ SHARES সারা বাংলা বিষয়: