যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ যশোরের শহরের সার্কিট হাউসপাড়ায় ইকবাল মঞ্জিলের একটি আটতলা নির্মাণাধীন ভবনের ৬ তলার ঝুল বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিন জন মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তারা হলেন- দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মাথায় আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবনে কাজ করা ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, বেলা ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলার ব্যালকনি ভেঙে গেলে এই তিন জন নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দা লাবু জোয়ার্দার বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ছিলাম। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি বিল্ডিংয়ের ঝুল বারান্দা ভেঙে রাস্তার ওপরে তিন জন পড়ে আছেন। রাস্তায় রক্ত। এরপর আমরা স্থানীয়দের সহায়তায় তাদের তিন জনকে ইজিবাইকে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দিই। শুনেছি ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুই প্রকৌশলীকে চিনতাম।’ যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ঝুল বারান্দা ভেঙে তিন জন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ টিম রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। Related posts:আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতদেওয়ানগঞ্জ - ঢাকা গামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নতুন কোচ উদ্বোধনময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ Post Views: ৩১ SHARES সারা বাংলা বিষয়: