নালিতাবাড়ীতে কমিউনিটিং পুলিশের শান্তি সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে কমিউনিটিং পুলিশের শান্তি সমাবেশে গ্রেফতারী পরোয়ানা ও বছরের পর বছর ঝুলে থাকা মামলা গুলো নিস্পত্তির লক্ষ্যে আসামীদের আত্বীয়-স্বজনদের থানায় হাজির করে তাদের আইনের কাছে নিজেদের সোপর্দ করে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে ব্যাতিক্রমী শান্তি সমাবেশ করলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। রবিবার ২ ডিসেম্বর দুপুরে কমিউনিটি নালিতাবাড়ী পুলিশিং ফোরামের আয়োজনে নালিতাবাড়ী থানা অঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কউিনিটি পুলিশিং নালিতাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক বিল্লাল চৌধুরী প্রমুখ। ওই শান্তি সমাবেশে নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌর মেয়র, শুধীমহল, বিভিন্ন ইলেকক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ প্রশাসনের উর্ধতণ কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। সমাবেশে ১শত ৩৯জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন । Related posts:রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় ঝরলো আরও এক প্রাণফুডপ্যান্ডা এখন জামালপুর সদরেজামালপুরে বজ্রপাতে গরুসহ মহিলার মৃত্যু Post Views: ২২৯ SHARES সারা বাংলা বিষয়: