শেরপুরে ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

বিশেষ প্রতিনিধি ॥ শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ এলাকা তথা শেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’ এর উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মরহুম শিল্পপতি আবুল হাসেম সাহেবের ইটভাটা মাঠে ওই ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় উত্তর পাড়া একাদশকে ১ রানে হারিয়ে দমদমা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে। খেলার শুরুতে ক্লাবের জমিদাতা, বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুল জলীল সরকার ও সাবেক সভাপতি মরহুম আমিনুল ইসলাম তারার মাগফেরাত কামনায় দাড়িঁয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়


জানা যায়, খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দমদমা একাদশ নির্ধারিত ১০ ওভারে ৮০ রান করতে সক্ষম হয়। জবাবে উত্তর পাড়া একাদশ ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। কিন্তু সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, ব্যাটসম্যান আফরোজ আলী আশিক ও রাসেল আহম্মেদের অনবদ্য ব্যাটিং দৃঢ়তায় প্রায় জয়ের বন্দরেই পৌঁছে যায় তারা। কিন্তু শেষ ২ বলে ২টি রান দরকার হলে, একটি বল ব্যাটে লাগাতে ব্যর্থ হওয়ায় ১ রানে কষ্টদায়ক হার মানতে হয় উত্তর পাড়া একাদশকে।
ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের শাকিল আহম্মেদ এবং সিরিজ সেরা নির্বাচিত হন তারই সহোদয় ছোট ভাই জীবন আহম্মেদ। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার জিতেন রানারআপ দলের সহ-অধিনায়ক আফরোজ আলী আশিক এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরষ্কার জিতেন বিজয়ী দলের শাকিল আহম্মেদ।
‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’ এর সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে খেলায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক, ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র পরিচালক মাসুদুল আলম সরকার।
তরুণ সাংবাদিক, অতস’র ক্রীড়া সম্পাদক মইনুল হোসেন প্লাবন’র সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমা হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, দমদমা মহল্লা আওয়ামী লীগের সভাপতি, অতস’র নির্বাহী সদস্য মুসা আলম সরকার, অতস’র কার্যকরী সভাপতি এডভোকেট আশরাফুজ্জামান, সোনার বাংলা যুব সংঘ’র সভাপতি, অতস’র সাবেক ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মুক্তা, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন, অতস’র সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতি, সদস্য জাকারিয়া কিসকিন, হুমায়ুন আহম্মেদ, হানিফ সরকার, মঞ্জুরুর হক মিঠুন, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম সরকার , ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উল্লেখ্য, শেরপুর জেলায় ‘ক্রীড়া ক্ষেত্রে’ বিশেষ ভূমিকা রাখায় ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র রয়েছে আলাদা একটা পরিচিতি। এ সংগঠনটি বিভিন্ন লীগ/টুর্ণামেন্টে অনবদ্য ভলিবল খেলা উপহার দিয়ে বিশেষ পরিচিতি লাভ করে। এরই ধারাবাহিকতায় বিজয়ের এ মাসেই ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করতে যাচ্ছে তারা। এ ছাড়া ১৬ই ডিসেম্বর দিনব্যাপী খেলাধুলার পাশাপাশি বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করবে ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’।