ডাকসু নেতাদের কর্মকাণ্ড আমার ভালো লাগে না : রাষ্ট্রপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯ অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। এগুলো ডাকসু নেতাদের বলা উচিত ছিল। কিন্তু তারা এর মধ্যে নেই। তাদের ব্যাপারে এমন সব কথা শুনি যা আমার ভালো লাগে না। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫২তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, নির্বাচনের নানা ত্রুটির কথা শুনেছি। আশা করি, আগামীতে এ ধরনের ভুল-ত্রুটি আর হবে না। ডাকসু নেতাদের ছাত্রদের কল্যাণে কাজ করায় গুরুত্বারোপ করে আবদুল হামিদ বলেন, এখন তাদের নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এর বেশি কিছু বলে কাউকে হেয়প্রতিপন্ন করতে চাই না। সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ প্রমুখ। সমাবর্তন বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেয়া হয়। Related posts:নতুন দফতর পেলেন ৪ উপদেষ্টারাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে মসিউর রহমান-শিরীন শারমিনপরিবর্তন হবে ৫, ১০, ২০ টাকার নোট: অর্থ উপদেষ্টা Post Views: ২১৮ SHARES জাতীয় বিষয়: