শহর ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের তরফ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থদের মাঝে ওইসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।১৯ ডিস্মেবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক শহরের চাপাতলী, নয়আনী বাজার, ট্রাকস্ট্যান্ডস্থ হরিজন পল্লীসহ বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।