চাঁদপুর ও হবিগঞ্জে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ অনলাইন ডেস্ক : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ‘মাদরাসা শিক্ষা বোর্ড আইন ২০১৯’ এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে মন্ত্রিসভায়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়া চূড়ান্ত আইনের ধারা ৫৪টি রয়েছে। ৯ ধারায় আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় ট্রেজারার, ১৮-২০ ধারায় সিন্ডিকেট গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ২১ ও ২২ ধারায় একাডেমিক কাউন্সিল এবং ২৮ ধারায় অর্থ কমিটি সম্পর্কিত বিধান থাকছে। ২৩টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে যুক্ত হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনেও ৫৪টি ধারা আছে। আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের বিধান রয়েছে ৯-১৩ ধারায়। ১৪টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে যুক্ত থাকছে। মন্ত্রিপরিষদ সচিব মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন ২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন প্রসঙ্গে বলেন, ‘দ্য মাদরাসা এডুকেশন অর্ডিন্যান্স-১৯৭৮’ অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল সামরিক শাসনামলের সব আইন বাংলায় করতে হবে। যেগুলো প্রযোজ্য নয়, সেগুলো বাতিল করে দিতে হবে। সেই অর্ডিন্যান্সটি যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করে নতুন আইন হিসেবে নিয়ে আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগের আইনে ৪৩টি ধারা ছিল, এখন হলো ৩০টি ধারা। নতুন আইনে কিছু সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, নতুন সংজ্ঞা দেয়া হয়েছে। নতুন আইনে বিদ্যমান অধ্যাদেশের ‘বোর্ড’ শব্দের পরিবর্তে ‘পরিচালনা পর্ষদ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। বোর্ডের সদস্য সংখ্যা ১৩ জনের পরিবর্তে ১৫ জন করা হয়েছে। বিদ্যমান অর্ডিন্যান্সে বোর্ডের কোনো সদস্য সচিব ছিলেন না। খসড়া আইনে রেজিস্ট্রারকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার কার্যক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) মাদরাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় সহায়তা করবে। এটি খসড়া আইনে নতুন ধারা হিসেবে সংযোজন করা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে- বিশেষ জ্ঞান ও দক্ষতা প্রয়োজন হয় এমন কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরামর্শক বিশেষজ্ঞ নিয়োগ করতে পারবে বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ডের তহবিলের উৎস হিসেবে সরকারের পূর্ব অনুমোদন নিয়ে বৈদেশিক উৎস থেকে অনুদান গ্রহণ করতে পারবে। মাদরাসা শিক্ষার ধরণ, মেয়াদ, মান ও যোগ্যতার সনদ নির্ধারণ বিষয়ে বিধান যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট জেনারেল স্থাপন : মন্ত্রিপরিষদ সচিব এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, কূটনৈতিক স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন অংশীদার। এ জন্য ফ্লোরিডায় নতুন একটি কনস্যুলেট জেনারেল অফিস স্থাপন করবে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে দূতাবাস এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে কনস্যুলেট অফিস রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। সেজন্য মাত্র তিন স্থান থেকে বিশাল রাষ্ট্রে প্রতিনিধিত্ব করা খুবই কঠিন। ফ্লোরিডায় যদি কনস্যুলেট করা হয় তাহলে দেশের জন্য সুবিধা হবে। অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তা দেখছে। তিনি আরও বলেন, ফ্লোরিডায় ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সেখানে বিভিন্ন দেশের ৮১টি কনস্যুলেট অফিস রয়েছে। বাংলাদেশের নেই। এজন্য প্রায় দেড় হাজার কিলোমিটার দূরত্বে থাকা দূতাবাস থেকে কূটনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। সেক্ষেত্রে এখানে কনস্যুলেট জেনারেল অফিস হলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে। Related posts:করোনাকাল দীর্ঘ হলে দারিদ্র্য ও বাল্য বিয়ে বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রীচাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিপ্রজ্ঞাপন জারি : বিধিনিষেধ বাড়ল ৫ মে পর্যন্ত Post Views: ১৯৭ SHARES জাতীয় বিষয়: