শেরপুরে দারুল আমান মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দারুল আমান মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকালে শহরের গৌরীপুর এলাকায় মাদ্রাসা অঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হালিম মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মুহাম্মদ মুহসীন আলী আকন্দ, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-সমাজসেবক আলহাজ্ব মোঃ এমদাদুল হক ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছায়েদুল ইসলাম শাওন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ।
পরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী এসএম মঞ্জুর আলম ফয়েজী ও মাওলানা আব্দুল্লাহ আল আদাজীসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার অল্প কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে।