শেরপুরে এম এ পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘শিক্ষার্থীর ভবিষ্যত সোপান গড়তে অঙ্গীকারাবদ্ধ’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা জেলা কারাগার মোড়ে প্রতিষ্ঠিত এমএ পাবলিক স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীসহ চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১২ জানুয়ারি রবিবার দুপুরে স্কুল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালির নাপোলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংগঠক জয়নাল আবেদীন হাজারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী (মধু স্যার)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ-সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফুল ইসলাম মাস্টার, সমাজসেবক ফরিদ উদ্দিন সরকার, মাছুদুল আলম সরকার, রফিকুল ইসলাম আকন্দ ও মোঃ আবুল হাসেম, প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিচালক নার্গিস আক্তার মনখোশ, নাসরিন আক্তার ও সেলিনা আক্তার লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেল। অনুষ্ঠানে ২০১৯ শিক্ষাবর্ষের পিইসি, জেএসসিসহ প্রতি শ্রেণিতে (প্লে-নবম) কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর ১৩ মাসেই ভেঙে যাওয়া বক্স কালভার্ট পরিদর্শনশেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছানাউল্লাহর ইন্তেকালনাটোর জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান Post Views: ২১১ SHARES শিক্ষা বিষয়: