বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে শেরপুরের অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি, সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি। শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে কম্বল বিতরণকালে অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল ইসলাম, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ জেলায় কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিসের নারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়। Related posts:করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহ বন্ধ ঘোষণাঅযথা বাহিরে আসবেন না, সরকারি নির্দেশ মেনে চলুন ॥ অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থাবিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত Post Views: ২৩৭ SHARES শেরপুর বিষয়: