নাটোরে ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা শুরু ২৬ জানুয়ারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নাটোর প্রতিনিধি : বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি, রবিবার সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিন প্রধান আলোচক হিসাবে বয়ান করবেন ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন। দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসাবে ইজতেমায় আগত নারীদের উদ্দেশ্যে বয়ান করবেন। এছাড়া তিনদিনই তাদের পাশাপাশি ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে। জানা গেছে, দূরাগত নারীদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষসহ পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন থাকবে। Related posts:দেওয়ানগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনোয়াখালীতে জেলা আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগটিনের ছোট্ট ঘর থেকেই বিশ্বজয় রাকিবুলের Post Views: ২৬৩ SHARES সারা বাংলা বিষয়: