জামালপুরে শীতার্ত মানুষের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অসহায় ও শীতার্ত পাঁচশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ১৭ জানুয়ারি সকালে এডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই কম্বলগুলো দরিদ্র ও শীতার্তদের জন্য। কোনো দলীয় নেতা-কর্মীদের জন্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব শীতার্ত মানুষের কষ্ট ধারণ করেন বলে তাদের জন্য কম্বল পাঠিয়েছেন। কোন মানুষ শীতে কষ্ট করবে না। পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা জনগণের পাশে ছিলাম এভাবে আজীবন থাকবো বলেও তিনি তার বক্তব্যে বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাব্বত কবীর, যুবলীগনেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ময়মনসিংহে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, আটক ১জামালপুরে পাট ব্যবসায়ীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধনকিশোরগঞ্জে পুকুর থেকে চেম্বারের সাবেক সভাপতির মরদেহ উদ্ধার Post Views: ১৭৩ SHARES সারা বাংলা বিষয়:
কম্বল বিতরণ কালে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই কম্বলগুলো দরিদ্র ও শীতার্তদের জন্য। কোনো দলীয় নেতা-কর্মীদের জন্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব শীতার্ত মানুষের কষ্ট ধারণ করেন বলে তাদের জন্য কম্বল পাঠিয়েছেন। কোন মানুষ শীতে কষ্ট করবে না। পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা জনগণের পাশে ছিলাম এভাবে আজীবন থাকবো বলেও তিনি তার বক্তব্যে বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাব্বত কবীর, যুবলীগনেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।